গোমস্তাপুর প্রতিনিধি
"চলো সু-শিক্ষার সন্ধানে, দেশের কল্যাণে”এ শিক্ষাকে ধারণ করে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করা হয় প্রথমে অতিথিদের আসন গ্রহন, ফুলের শুভেচ্ছা, ধর্ম গ্রস্থ পাঠ,জাতীয় সংগীত পরিবেশন, নীরবত পালন, বিদায়ী শিক্ষক মন্ডলীসহ অতিথিদের সন্মান প্রদান ও দোয়া করে অনুষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী প্রথম পর্ব উদযাপন করা হয়।এদিন বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
মৃধাপাড়া হাই স্কুল স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে,বুধবার(০২ এপ্রিল) সকালে উক্ত বিদ্যানয় মাঠে মৃধাপাড়া উচ্চ বিদ্যালয় স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে,ও সাধারণ সম্পাদক রবিউল আওয়াল রুবেল এর সার্বিক সহযোগিতায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর হবিবুর রহমান, অধ্যক্ষ (অবঃ), রাজশাহী কলেজ, রাজশাহী।
প্রধান পৃষ্ঠপোষক: ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, সাবেক ভিপি, আহসানউল্লাহ হল, বুয়েট।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদ।প্রধান উপদেষ্টা: মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম, প্রধান শিক্ষক (অবঃ), মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়।রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক (অবঃ), মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়। আব্দুস সুবহান মন্ডল, ডাংগাপাড়া। সেকান্দার আলী, মেহেরপুর, আলহাজ্ব আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক (অবঃ), চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব সামাদ, প্রধান শিক্ষক, সোনাবর উচ্চে বিদ্যালয়, আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, রাধানগর এ.এন.সি উচ্চ বিদ্যালয়। রেজাউল ইসলাম, ম্যানেজার, সেলস এন্ড মার্কেটিং, মনট্রিনস লিমিটেড, ঢাকাসহ বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে নিবেদিত রয়েছে বলেই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান, পরিবেশ এবং পরিচালনা কমিটির কার্যক্রম চমৎকার।
দ্বিতীয় পর্বে অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজনের উপস্থিতিতে শিক্ষার্থীদের মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।