নিউজ ডেস্ক
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক দিনের জন্য মালয়েশিয়া থেকে বিনা খরচে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য অগ্রণী রেমিটেন্স হাউজ ও এনবিএল মানি ট্রান্সফারের সব শাখা থেকে আগামী ১৮ ডিসেম্বর কোনো খরচ ছাড়াই ফ্রি’তে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। অগ্রণী রেমিটেন্স হাউজ এসডিএন বিএইচের সিইও এবং ডাইরেক্টর সুলতান আহমেদ ও এনবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির সিইও মো. আলী হায়দার মোর্তুজা স্বক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।