নিউজ ডেস্ক
ভারতের একটি হাসপাতাল থেকে লাশের চোখ গায়েব হয়ে গেছে। এ নিয়ে অভিযোগ উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, চোখটি ইঁদুর নিয়ে গেছে। বিহারের পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
রোববার (১৭ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই যুবকের নাম ফান্টুস। তিনি বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার (১৫ তারিখ) তার অস্ত্রপাচার হয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাকে আইসিউতে স্থানান্তর করেন। ওই দিন রাতেই তার মৃত্যু হয়। রাতে আর তার ময়নাতদন্ত করা হয়নি। পরের দিন শনিবার স্বজনরা লাশ নিতে আসে। এ সময় দেখা যায়, তার চোখ নেই। পরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দিনভর বিক্ষোভ করেন পরিবারের সদস্যরা। চিকিৎসক ও কর্মচারীদের দাবি, ইঁদুরে চোখ খুবলে নিয়ে যেতে পারে।
কিন্তু পরিবারের অভিযোগ, বেডের নিচ থেকে একটি সার্জারি ব্লেড পাওয়া গেছে। ঘটনায় চার সদস্যদের একটি দল গঠন করা হয়েছে। যারা ঘটনার তদন্ত করে অভ্যন্তরীণ রিপোর্ট পেশ করবে।
হাসপাতালের সুপার ডা. বিনোদ কুমার বলেন, লাশ থেকে কেউ চোখ কেটে নিয়ে গেছে। অথবা ইঁদুরে চোখ খুবলে নিয়ে গেছে। উভয় ক্ষেত্রেই আমাদের ব্যর্থতা। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশও। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।