শুক্রবার, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩শে মে ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

স্ত্রী'র চেক জালিয়াতি: ২৩টি চেক বাতিলের রায়

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

রাজশাহীতে স্ত্রী'র ২৪টি ব্যাংক চেক জালিয়াতি করে বিভিন্ন এনজিও থেকে লোন তুলে আত্ম গোপনে আছেন স্বপন (৪১) নামে এক প্রতারক। এদিকে এনজিও-র মামলা কাধে নিয়ে আদালতে বারান্দায় গৃহবধূ আয়েশ খাতুন তুলি। প্রতারক স্বামী স্বপন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর, ঘোড়ামারা, বোয়ালিয়া এলাকার আরমান আলী শেখের ছেলে।

জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ আয়েশা খাতুন তুলি'র সঙ্গে প্রতারক স্বপনের সাথে গত ২০১৯ সালের ১২ই এপ্রিল পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর প্রতারক স্বামী স্বপন আর্থিক লাভের কথা বলেন। এবং ঋণ গ্রহনের সুবিধার্তে ব্যাংক হিসাব নং ০২০০১৯০০৬০০২৫ খুলে দেয় স্বামী স্বপন। পরবর্তীতে উক্ত হিসাব নম্বরের বিপরীতে চেক ইস্যু হলে স্বপন ভুক্তভোগী স্ত্রী তুলিকে প্রলুব্ধ ও বাধ্যকরনের মাধ্যমে ব্যবহারে সুবিধার্থে চেকের পাতাগুলোতে স্বাক্ষর করতে বাধ্য করে। উক্তরূপ চলতে থাকাকালীন তুলি ও স্বপনের সংসারে বনিবনা না হওয়া তুলি স্বামী স্বপনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে বাধ্য হয়। ইতিমধ্যে তুলি'র বিরুদ্ধে উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি, লিমিটেড, রাজশাহী এন.আই.এ্যাক্টের ১৩৮ ধারার মামলা দায়ের করে। নারী ও শিশু নির্যাতন দমন মামলার প্রেক্ষাপটে ভুক্তভোগী গৃহবধূ বাধ্য হয়ে বাবার বাড়ীতে চলে আসার সময় তার স্বাক্ষরিত চেকগুলো নিয়ে আসতে চাইলেও প্রতারক স্বপন জোর পূর্বক চেক গুলো নিজের দখলে রেখে দেয়। গৃহবধূ তার বাবার বাড়িতে অবস্থানকালে সমূদয় বিষয় বাবার পরিবারের সবাইকে অবহিত করলে তারা জানতে পারেন নিম্নলিখিত চেকগুলো স্বপন জালিয়াতির করেছে এবং বিভিন্ন এনজিও থেকে লোন গ্রহন সহ বিভিন্ন ভাবে ব্যবহার করার উদ্দেশ্যে নিজ বাড়ীতে সংরক্ষন করার বিষয়টি নিশ্চিত হয়। কাজেই চেকগুলো উদ্ধারের স্বপনের বসত বাড়ীতে সার্চ ওয়ারেন্ট ইস্যুপূর্বক চেকগুলো উদ্ধারের আদেশ দানে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন ভূক্তভোগী গৃহবধূ তুলি।

প্রসঙ্গ গত উল্লেখ্য, গত ২০১৯ সালের ৪ ডিসেম্বর রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সাবিহা সুলতানা প্রতারক স্বপনের কাছে থাকা ২৩ চেক আদালত কর্তৃক বাতিল বলিয়া রায় প্রদান করেন।

ভুক্তভোগী তুলি'র আইনজীবী জানান, তুলি-স্বপন দম্পতির বিয়ে পর তাদের ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছেন। স্বপন একজন অর্থ লোভী মানুষ। বিয়ের পর থেকে তুলিকে তার বাবার বাড়িতে আসতে দিতনা, বিভিন্ন সময় এনজিওতে লোনের জন্য বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নিত, তুলি স্বাক্ষর দিতে না চাইলে তার উপর চালানো হতো শারিরীক ও মানসিক টর্চার। বিজ্ঞ আদালত আয়েশা খাতুন তুলির আবেদনের প্রেক্ষিতে তার স্বাক্ষরিত ২৩টি চেক বাতিল করে রায় প্রদান করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

মে 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

১৩ই মার্চ ২০২৫ দুপুর ০১:৫৩ / জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৭ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার…