বিজয় টিভির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিজয় টিভির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি শিশু পরিবার (বালিকা) হল রুমে শিশুদের নিয়ে আলোচনা সভা, র্যালি ও কেক কেটে বিজয় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
এসময় উপস্থিত অতিথিদের মধ্যে থেকে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেল সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন, বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন।