চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এই কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় শহরের শান্তিমোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক এর সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ডা.গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, জেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেল, পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিন আক্তারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁর বক্তব্যে বলেন, সরকার কোটা সংস্কারের দাবী নীতিগতভাবে মেনে নিয়েছে, তাই সাধারণ ছাত্রদের প্রতি আহব্বান তোমরা ঘরে ফিরে যাও। ৭১ এর পরাজিত শক্তি সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে। তিনি হুশিয়ার করে বলেন, এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, পরাজিত শক্তিরা বাড়াবাড়ি করলে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার আহব্বান জানিয়ে বলেন, সাধারণ ছাত্রদের মধ্যে দেশ বিরোধী অপশক্তির অনুপ্রবেশ করেছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, সাধারণ ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে যারা অরাজক পরিস্থিতি তৈরি করছে তাদের রুখে দাঁড়াতে হবে।