সোমবার, ৯ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে ছাত্র জনতার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হচ্ছে-


পাভেল ইসলাম, রাজশাহী

 আওয়ামী লীগ সরকারের পতনের আগে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর করা সব মামলা সরকারের নির্দেশনায় প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার আবু সুফিয়ান।

বৃহস্পতিবার আরএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন,কিছু মামলা ছাত্র-জনতার বিরুদ্ধে হয়েছিল,সেগুলো সরকারের নির্দেশে প্রত্যাহারের কার্যক্রম চলছে।এর মধ্যে বেশির ভাগ প্রত্যাহার হয়ে গেছে। পরবর্তীকালে ৫ আগস্টের পর যে মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে।

আমরা নিরপেক্ষ ভাবে তদন্তের চেষ্টা করছি। শুধু দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। আর যারা নিরপরাধ এবং মিথ্যা মামলায় সংযুক্ত হয়ে গেছে,তদন্তের পর তাদের সেখান থেকে মুক্তি দেওয়া হবে।

পুলিশ কমিশনার বলেন,‘ছাত্র-জনতা কীভাবে বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠে সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা জীবন বিপন্ন জেনেও আন্দোলনে আসে। তাদের কারণে আজকের এই বাংলাদেশ। তাদের যে আকাঙ্ক্ষা,সেই আকাঙ্ক্ষাকে মনে রেখে আমাদের কাজ করতে হবে।পুলিশের স্থাপনায় হামলা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে আবু সুফিয়ান বলেন,‘জনতার সঙ্গে পুলিশের একটা ব্যবধান হয়ে গিয়েছিল। যার প্রেক্ষিতে ৫ আগস্টের পরবর্তী সময় পুলিশের স্থাপনায় হামলা হয়েছে,সেটা কিন্তু জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।

আমরা চিন্তা করছি, কীভাবে আমরা জনগণের কাছাকাছি যেতে পারব। জনগণের জন্য কাজ করতে পারব।তিনি বলেন,আমাদের অস্ত্র লুট হয়েছে,সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। পুলিশ সদস্যদের মাঝেও ভয়-আতঙ্ক কাজ করছে। রাস্তায় নামতে তারা শঙ্কিত। আমরা তাদের বোঝাচ্ছি যে জনগণের কল্যাণে কাজ করলে তারা আমাদের গ্রহণ করবে। জনগণের কল্যাণে কাজ করলে ভয় পাওয়ার কিছু নেই। তারা আমাদের গ্রহণ করবে। আমাদের এভাবেই কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যুরো চিফ ও রিপোর্টারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ক্যামেরা পার্সোনেল, অনলাইন টিভি এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু