শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদ্যোক্তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোক্তাদের আয়োজনে ও ম্যাংগো ফাউন্ডেশনের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়াসহ আইটি বিশেষজ্ঞ, মার্কেটিং ও ব্যবসা শিক্ষাবিদ, অভিজ্ঞ উদ্যোক্তা ও লন্ডন প্রবাসী উদ্যোক্তা প্রমুখ।
এছাড়া জেলার নারী উদ্যোক্তারা সেমিনারে অংশ নেয়। সেমিনারে উদ্যোক্তাদের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।