শিবগঞ্জ প্রতিনিধি
তারুণ্য উৎসবের উপলক্ষে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার বৃদ্ধি, প্লাস্টিক পন্যের বিকল্প ব্যবহার এবং কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জনসচেতনতামূলক সভা ও সপ্তাহ ব্যাপী গবাদি পশু পালনের প্রশিক্ষণের অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে কানসাট যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতা জনসচেতনতামূলক সভা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।
শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াবের সভাপতিত্বে ও কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাঃ ইমরান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান, কানসাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের ক্যাশিয়ার মোঃ ইসাম উদ্দিন ও মোঃ আনোয়ার হোসেন, প্রশিক্ষক আব্দুল কাদের, সাংবাদিক আহসান হাবীব সহ অন্যরা।সভায় বক্তারা জনসচেতনতামূলক বিষয়ে যুবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।