শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কে সড়ক দুর্ঘটনা কমছে না। গত দুই দিনে এই মহাসড়কে এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ চৌধুরী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হন। সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ঝিল্লিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ নীলফামারী জেলার মধুপুর গ্রামের রতন চৌধুরীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ ফুলকুঁড়ি ইসলামিক অ্যাকাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাবা চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত।
বিষয়টি নিশ্চত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির মহারাজপুর সাব-জোনাল আফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) শেখর চন্দ্র সাহা। তিনি বলেন, আমাদের অফিসের রতন চৌধুরীর ছেলে রিয়াদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোটরসাইকেলযোগে কোচিং সেন্টারে যাওয়ার পথে ঝিল্লিপাড়া মোড়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রিয়াদ ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বাবা চাঁপাইনবাবগঞ্জে মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত বলে তিনি জানান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।