শিবগঞ্জ প্রতিনিধি
”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে তারুন্যের উৎসব । যুব ও ক্রিড়া মন্ত্রনালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে তারুন্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত।
১৬ ও ১৭ ফেব্রুয়ারী ২০২৫ এ শিবগঞ্জ ও নাচোল উপজেলা প্রশাসন এবং পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের সহযাগিতায় যথাক্রমে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় ও দিয়াড়া ডিমকইল উচ্চ বিদ্যালয়ে তারুন্যের উৎসব উপলক্ষে স্কুল স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালিত হয়।
দেশ বদলের সূচনা আগে নিজেকে বদলের মধ্যে দিয়ে শুরু হয়। তারই লক্ষ্যে বিদ্যালয় দুইটির কিশোর-কিশোরী ফোরামের সদস্যদের স্বাস্থ্য উন্নয়ন ও মানসিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে শিবগঞ্জ ও নাচোল উপজেলার দাইপুকুরিয়া ও নেজামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হাসানুজ্জামান ও মোঃ নবিউল ইসলাম সেশন পরিচালনা করেন। সেশনে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার-এফপি ডাঃ ফাতেমা-তুজ-জোহরা এবং উপজেলা পরিবার পরিবার কর্মকর্তা মোঃ আব্দুল কাদির।
ডাসকো ফাউন্ডেশনের ইমপ্রুভিং ইয়ং পিপলস্ একসেস টু সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড রাইটস্ থ্রু এ কমিউনিটি বেজড এপ্রোচ এন্ড কোঅপারেশন উইথ স্টেট ইন্সটিটিউশন, A-EMPOWER প্রজেক্ট এর সহযোগীতায় বিদ্যালয় দুইটির কিশোর-কিশোরী ফোরাম গঠন হয়।
উৎসবে উপস্থিত ছিলেন A-EMPOWER প্রজেক্ট এর এডোলেসেন্ট হেলথ প্রোমোটার সাবিনা খাতুন ও মোসাঃ কিসমোতারা। তারুন্যের উৎসব উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় দুইটির প্রধান শিক্ষকদ্বয়।