শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা ও শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার দুপুরে ওই দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি কমলমতি শিশুদের লেখাপড়ার বিষয়ে খোঁজ খবর নেন। একই সঙ্গে শিশুদের শুদ্ধ বানান ধরেন। পরে শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন উপদেষ্টা। পাশাপাশি বিদ্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজহার আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষক পলাশসহ অন্যরা।