শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এখলাস পুর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে কুখ্যাত আন্তঃনগর ডাকাত দলের তিন জন সদস্যকে মঙ্গলবার ( ২৬ ফেব্রুয়ারি ) রাত সাড়ে দশটার সময় আটক করা হয়।
আটক কৃতরা হলেন ডাকাত দলের সর্দার ও মাদক ব্যবসায়ী মোঃ কানু (৪৫)পিতা মৃত্যু কুসিমুদ্দিন গ্রাম পলাশ বাড়ি চাকলা, শরিফুল সোহেল (২৩) পিতা মৃত্যু সাজেমান গ্রাম কয়লা বাড়ি, মোঃ রাকিব (২৪) পিতা ইয়াসিন গ্রাম ধোবড়া বাজার এবং পিকআপ ভ্যান চালক পলাশ কে আটক করা হয়েছে,এদের কাছ থেকে ছোট ও বড় মিলিয়ে মোট ৭টি গরু উদ্ধার করা হয়। এবং ডাকাতি কাজে ব্যাবহৃত ১টি পিকআপ ভ্যান ১টি মোটরসাইকেল ও ১টি সিএনজি আটক করা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ থানার সাহসী চৌকস পুলিশ অফিসার এসআই আলিম ও পুলিশের কিছু সদস্য এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়ার কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।