বি এম রুবেল আহমেদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন।
৭ এপ্রিল সোমবার বিকাল সাড়ে চারটার সময় উপজেলার কলেজ মোড় গোল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি মোঃ ফাহাদ হোসেন শুভ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ আমানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক সাবেক সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, মাঃ মোঃ সুজাউল্লাহ আল গালিব, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, ক্রিয়া বিষয়ক সহ সম্পাদক মোঃ সিয়াম আলি প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, প্রতিবাদের অংশ হিসেবে দেশে যতগুলো ইসরাইলি পণ্য আমদানি করা হচ্ছে তার সবগুলোকে দেশীয়ভাবে বয়কট করতে হবে। যেকোনো সময় জিহাদের ডাক আসলে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান বক্তারা।
পরিশেষে ফিলিস্তিনিতে সকল শহীদ, আহত, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলাম ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মাঃ মোঃ জামাল উদ্দিন কাশেমী।