মারুফ হোসেন
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ২০২৩-২৪ শিক্ষা বর্ষের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বড়পুকুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ ওয়ালিদ হাসান (মাইনুল)। বৃহস্পতিবার দুপুরে জেলা মডেল মসজিদে ইসলামি ফাউন্ডেশনে অফিসে পুরস্কার তুলেদেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন মোঃ গোলাম মোস্তফা, ফিল্ড অফিসার এবি এম জি কিবরিয়া, মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ তরিকুল ইসলাম। ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন-এর একটি অন্যতম বৃহৎ প্রকল্প আর্থ-সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ড ও শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমাম সাহেবদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ১৯৯৩ সালে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক এবং ঝরে পড়া (ড্রপ-আউট) কিশোর-কিশোরী ও অক্ষর জ্ঞানহীন বয়স্কদের জন্য ‘‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কাজ শুরু করে।
ওয়ালিদ হাসান মাইনুল বলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে এবার আমি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছি এতে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আরো বলেন এবছর ২০২৩/২৪ অর্থবছরে আমি চাঁপাইনবাবগঞ্জ শ্রেষ্ঠ ইমাম হিসেবে নির্বাচিত হয়েছি।