নিউজ ডেস্ক
ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের তাবলিগের মাওলানা সাদপন্থিদের জোড়ের জন্য ইজতেমা ময়দান ছাড়া নিয়ে উত্তাপ দিন দিন বাড়ছে।
২০ ডিসেম্বর থেকে এ জোড় শুরু হওয়ার কথা। এজন্য রোববার মাঠ চেয়েছিলেন সাদপন্থিরা। তবে শূরায়ে নেজামপন্থিদের (মাওলানা জুবায়েরপন্থি) বিক্ষোভ, অবরোধ, অবস্থানের মুখে তা পাননি।
এ নিয়ে এদিন জিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করে সাদপন্থিরা। প্রায় চার ঘণ্টা এ অবস্থানকালে ঢাকা-গাজীপুর সড়কে তারা জোহরের নামাজ আদায় করেন।
সন্ধ্যায় তুরাগের পশ্চিম তীরে বিশ্ব ইজতেমা জামে মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন তারা। সাদপন্থিদের সংবাদ সম্মেলনে মুফতি আজিম উদ্দিন, মুফতি জিয়া বিন কাশেম, মুফতি মুয়াজ বিন নূর, রেজা আরিফ ও মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বক্তৃতা করেন। মুফতি আজিম উদ্দিন বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক জোহরের পর তাদের (জুবায়েরপন্থি) ময়দান ছাড়ার কথা।
আমরা আশা করি সরকার সে ব্যবস্থা করবে। আমরা ইজতেমা ময়দানেই জোড় ইজতেমা করব ইনশাআল্লাহ। সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে জুবায়েরপন্থিদের উগ্র আচরণের ফলে দাওয়াত ও তাবলিগের মেহনতের ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে।
তারা বারবার নিজামুদ্দিনের অনুসারীদের ওপর হামলাসহ বিভিন্ন ধরনের সহিংসতা চলমান রেখেছে, এমনকি তারা সরকার ও প্রশাসনের সিদ্ধান্তকেও উপেক্ষা করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী ও ধর্মীয় উগ্রতা প্রদর্শন করে চলছে।
বিপরীতে বিকালে বিশ্ব ইজতেমা ময়দানের গেটে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন শূরায়ে নেজামপন্থিরা। সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হক (হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব), মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি আমানুল হক, মুফতি ফজলুল করিম কাসেমী ও মাওলানা মাসউদুল করিম বক্তৃতা করেন। মাওলানা মামুনুল হক বলেন, ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।
সহকারী উপদেষ্টা খোদা বখশ ও জিএমপির কমিশনার নাজমুল করীম খান আওয়ামী লীগের দোসর। তাদের অপসারণ করতে হবে।
আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে অবস্থান নিলাম। কোনো পরিস্থিতির সৃষ্টি হলে ওই দুজনকে দায় নিতে হবে। তিনি আরও বলেন, আলেম সমাজের প্রতিনিধি ধর্ম উপদেষ্টা এখন দেশের বাইরে। ওই দুজন এসব করছে।
মুরব্বিদের নিয়ে সমস্যা সমাধান করতে হবে।জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করীম খান যুগান্তরকে বলেন, যে কেউ অপসারণ চাইতে পারে। তবে আমি কোনো পক্ষপাতিত্ব করছি না। সরকারি নির্দেশনায় কাজ করছি।