চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
"বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
শনিবার (পহেলা জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আ্যাডভোকেট আব্দুস সামাদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের, বাংলাদেশ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।