চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আইসিটি কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রহমান।
সভায় কোরবানির চামড়া সংরক্ষণে সবাই কে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া বিভিন্ন এতিম খানায় দান কৃত চামড়া সংরক্ষণে বিনামুল্যে লবন দেওয়ার কথা জানানো হয় সভায়।
এসময় আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় ঈদের নামাজের সময় সুচী নির্ধারণ করা হয়েছে। পুরাতন স্টেডিয়ামে সকাল ৭ টা ও ফকির পাড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবার বিষয়ে সিধান্ত গ্রহণ করে কমিটির সদস্য বৃন্দ।
সভায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রতিনিধি জেলায় কোরবানির চাহিদা ১ লক্ষ ২৯ হাজার ৯৫২ টি এবং সে হিসাবে জেলায় চাহিদার তুলনায় ৫২ হাজার ২১৫ টি পশু উদ্বৃত্ত আছে বলে জানান।
সভায় ঈদের দিন সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করার আহব্বান জানান। এছাড়া পশুর বর্জ্য নির্দিষ্ট গর্তে রেখে মাটিচাপা দেওয়ার জন্য অনুরোধ করেন।
পৌরসভার প্রতিনিধি ওর্য়াড কাউন্সিলর আরমান আলি গতবারের মত এবারও ৪৮ ঘন্টার মধ্যে শহরের বর্জ্য অপসারনের প্রত্যায় ব্যাক্ত করেন।