চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মানাধীন নাচোল উপজেলার নুরানি মাদরাসা ও ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তির চেক প্রদান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২০২৩/২৪ অর্থবছরের বরাদ্দের নাচোল উপজেলার নুরানি মাদরাসা ও ঝিকড়া ইউনিয়নের ওয়াক্তিয়া মসজিদ উন্নয়ন কাজের দুই লক্ষ টাকার প্রকল্পের ১ম কিস্তির চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ জুন) বেলা ১২ টায় পরিষদের চেয়ারম্যান এর কার্য্যালয়ে সংশ্লিষ্ট মসজিদ ও মাদরাসার সভাপতি যথাক্রমে মাহবুব আলম ও সাদিকুল ইসলামের কাছে চেক তুলে দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাচিত সদস্য (নাচোল) তারিকুজ্জামান সুমন ও সদস্য (গোমস্তাপুর) কবির খান, জেলা পরিষদের হিসাব রক্ষক মামুনুর রশীদসহ অন্যরা।