চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে রবিবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানসহ জেলার ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।