চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরা।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর থেকে এসব ক্রীড়া সামগ্রী পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী। যা ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ক্রীড়া সংগঠনকে প্রদান করা হলো।