নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে দালালরা ১২-১৪ হাজার টাকা নিয়ে থাকেন। আর এই টাকার একটি অংশ বিআরটিএ কর্মকর্তাদের কাছে যায় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৭ মে) বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এ তথ্য দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চলে।
অভিযানে তিন দালালকে আটক করেছে দুদক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
দুদক কর্মকর্তা আমির হোসাইন জানান, চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করা হয়েছে। তারা একটি লাইসেন্সের জন্য সাধারণ মানুষ থেকে ১২-১৪ হাজার টাকা নিয়ে থাকেন। এমনকি এই টাকার ভাগ বিআরটিএ কর্মকর্তাদের দেন এমনটি জানিয়েছেন আটকরা।
তবে ঠিক কোন কর্মকর্তার কাছে এসব টাকার অংশ যায় তা জানতে পারেনি দুদক।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ বিআরটি কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক বলেন, যাদের দুদক আটক করেছে তারা আমাদের কেউ না। বাইরের কম্পিউটার দোকানি। আর এখন বিআরটিএর সব কার্যক্রম অনলাইনে। তাই টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। কর্মকর্তাদের টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা।