শুক্রবার, ২৯শে কার্তিক ১৪৩২, ১৪ই নভেম্বর ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা উত্তোলন বন্ধের দাবি


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরে ট্রাক মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।

তিনি বলেন, ‘সোনামসজিদ মালিক সমিতির ব্যানারে আলমগীর ও জাহাঙ্গীর আলম নামে দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাক হতে চাঁদা উত্তোলন করেছে। এসব ট্রাক থেকে অবৈধভাবে দালালির নামে ২ হাজার থেকে ১০ হাজার এবং বকশীশের নামে ৬০০ থেকে ২৬০০ টাকা পর্যন্ত টাকা নেয়া হচ্ছে। এতে করে ট্রাক মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসবের প্রতিবাদ করতে গেলে উল্টো আমাদেরই বিভিন্নভাবে অভিযুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক শিল্প নিয়ন্ত্রণ-সুষ্ঠু পরিচালনা এবং সরকারি বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২০জুন) থেকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধের ঘোষণা করা হয়েছিল। সার্বিক দিন বিবেচনা করে ওই কর্মসূচি প্রত্যাহার হয়েছে। তবে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

চাঁদা উত্তোলনের অভিযোগের ব্যাপারে আলমগীর বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে। তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করা হোক।’ যদিও এ ব্যপারে আরেক অভিযুক্ত জাহাঙ্গীর আলম কোন মন্তব্য করেন নি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমেদ, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, সংগঠনটির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন রাজ ও কোষাধ্যক্ষ সামিউল আলম রাজুসহ অন্যরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

নভেম্বর 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০৩ / শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের…

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!