নিউজ ডেস্ক
বুধবার রাতভর পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থেকে মোটরসাইকেল চুরির মূল হোতা সহ ৮ জন গ্রেফতার ,উদ্ধার হয় ১১টি মোটরসাইকেল ও একটি মাষ্টার 'কী' চাবি।
তারা নিজেরা মোটরসাইকেলের লক খুলত বানানো চাবি দিয়ে। এতে তাতের ১০-২০ সেকেন্ড সময় লাগত। এক মিনিটের ব্যবধানের তারা মোটরসাইকেল চুরির কাজ সেরে ফেলত।
পুলিশের ভাষ্যমতে, কারো বাড়ি চট্টগ্রামের পটিয়া, কারো কক্সবাজার। একেক জনের বাড়ি একেক জেলায় হলেও তাদের পেশা মোটরসাইকেল চুরি করা! নির্বিঘ্নে এ কাজ চালিয়ে যেতে দেশজুড়ে তৈরি করে নিয়েছে শক্তিশালী চক্র।
চুরি থেকে শুরু করে চোরাই মোটরসাইকেল বিক্রি-অবলীলায় সামাল দিত এ চক্রটি। চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও আনোয়ারা উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে গত এক বছরে চক্রটি চুরি করেছে শতাধিক মোটরসাইকেল চুরি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রেস ব্রিফিংয়ে পটিয়া থানা জানায়, গত মঙ্গলবার রাতে এক চোরকে গ্রেফতার করে তার দেওয়া তথ্য মতে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এর নির্দেশনায় পটিয়া থানার ওসি জসিম উদ্দিন এর নেতৃত্বে ওসি তদন্ত সাইফুল ইসলাম, এসআই শিমুল চন্দ্র দাশ, এসআই আসাদুর রহমান, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসাই ফয়েজ আহমদ ও এএসআই মহিউদ্দিনের সমন্বয় গঠিত টিম পটিয়া, কক্সবাজার জেলার রামু, চকরিয়া উপজেলা থেকে ৮ চোর, ১১টি মোটরসাইকেল ও একটি মাষ্টার চাবি উদ্ধার করতে সক্ষম হয়।