মঙ্গলবার, ১৪ই শ্রাবণ ১৪৩২, ২৯শে জুলাই ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠকে জামায়াতে ইসলামী


নিউজ ডেস্ক

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় দফার আলোচনার তৃতীয় বৈঠক শুরু হয়।

দলটির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এর আগে, গতকাল বৈঠকে অনুপস্থিত ছিল জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম রাজনৈতিক স্টেকহোল্ডার এ দলটি।

গতকাল বৈঠকে শেষে সমাপনী বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, যেকোনো পরিস্থিতির উদ্ভব হলে আমরা সার্বক্ষণিকভাবে সব দলের সাথে যোগাযোগ রাখি যেন তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। কমিশনের পক্ষ থেকে তাদের (জামায়াতে ইসলামী) সাথে যোগাযোগ করা হয়েছে, আমরা আশা করি আজ উপস্থিত না থাকতে পারলেও আগামীকাল তারা বা তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন।

আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে আরো অংশ নিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুব মিয়া, মো: ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এছাড়াও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘যেসকল আলোচনা সমাপ্ত হয়নি, সেগুলো আগামী সপ্তাহের আলোচনায় পুনরায় তোলা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য।

’জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, এ বিষয়টিও রাজনৈতিক দলগুলোকে খেয়াল রাখতে হবে।

’এর আগে, গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে কমিশনের আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে পূর্বের অসমাপ্ত আলোচনা শেষ করা, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন।

এতে আরো বলা হয়েছে, আগামীকাল ১৯ জুন তারিখেও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবার কথা রয়েছে কমিশনের।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

জুলাই 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…

১৭ই জুন ২০২৫ রাত ১১:৪১ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের…