সোমবার, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯শে মে ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এসিআই নিয়ে এলো শিক্ষামূলক ডিজিটাল অ্যাপ


মোঃ জমশেদ আলী

অনলাইন ডেক্স

আজকে  এসিআই লিমিটেড নিয়ে এলো শিক্ষামূলক ডিজিটাল অ্যাপ মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেইন বিল্ডার।  সোমবার সন্ধ্যায় এসিআই মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ডিজিটাল শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনা জাগানো এই অ্যাপ দুটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  বিশেষ অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এসিআই ফরমুলেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুস্মিতা আনিস, স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও আমন্ত্রিত অতিথিগণ।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলতে পারে। অ্যাপ দুটি শিশুদের শেখা ও জানাকে আরও সহজ করে তুলবে এবং পড়ালেখার ব্যাপারে আগ্রহী ও কৌতূহলী করে তুলবে। আজকে হাতের মুঠোয় গোটা বিশ্ব। কিন্তু গত কুড়ি বছরে এত দ্রুত পরিবর্তন হচ্ছে, তাল মেলানো কঠিন। তাই আমাদেরও আরও এগিয়ে যেতে হবে। আমরা সব পারব। পারতে হলে আমাদের আধুনিক প্রযুক্তি সম্বন্ধে জানতে হবে।

আমরা চাই সব বাচ্চার জন্য সম্ভাবনার দুয়ার খুলে যাক।’ বিশেষ অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইনে যুক্ত হয়ে বলেন, ‘এই ডিজিটাল যুগের চাহিদা মেটাতে ও শিক্ষার্থীদের কৌতূহল ধরে রাখতে শিক্ষার্থীদের জানা ও শেখার মাধ্যম হতে হবে মহাকাশের মতো বিস্তৃত, সহজ ও আনন্দময়। আমার বিশ্বাস, শিক্ষা ও প্রযুক্তির এমন অসাধারণ সমন্বয়ের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ও তরুণ প্রজন্ম এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের দিকে।’ এসিআই লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা বলেন, ‘এসিআই শিশুদের প্রতিভা এবং শেখার ক্ষমতা বিকাশে ভূমিকা রাখতে চায়। আমরা শেখা ও জানাকে আরও সহজ করে তুলতে এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকশিত করতে সৃজনশীল শিক্ষাপদ্ধতির সাথে ইন্টারনেটের শক্তিকে একত্রিত করতে চাই।

শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত শিশুদের কাছে বিজ্ঞানের জটিল বিষয়গুলো অ্যানিমেশন ও উদাহরণের মাধ্যমে শেখার সুযোগ পৌঁছে দেয়াই আমাদের স্বপ্ন।’ প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামান বলেন, ‘এই অ্যাপ দুটির মাধ্যমে শিক্ষার্থীরা নিজে নিজেই পড়াশোনা করতে পারবে। আমাদের প্রত্যাশা, শিশুরা তাদের মেধা আর স্বকীয়তা দিয়ে সারা বিশ্বের কাছে তুলে ধরবে বাংলাদেশের নাম।’ অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্যে স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আসুন সবাই মিলে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করি ও আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’ মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেইন বিল্ডার অ্যান্ড্রয়েড অ্যাপ দুটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। 

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

মে 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

১৩ই মার্চ ২০২৫ দুপুর ০১:৫৩ / জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৭ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার…