চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে লালসবুজ ডট কম মার্কেট প্লেসের ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ই জানুয়ারী সকাল ১০ টাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হল রুমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে জাতীয় মহিলা সংস্থা তথ্যআপা উদ্যোগে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।চাঁপাইনব্বগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপ প্রকল্প পরিচালক যুগ্মসচিব এস নাজিমুল ইসলাম ,হিসাবরক্ষন কর্মকর্তা মো ফারুক ইকবাল,চাঁপাইনবাবগঞ্জ তথ্যসেবা কর্মকর্তা,আছিয়া খাতুন।উল্লেখ্য যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলা থেকে ১০ জন করে মোট ৫০ জন লাল সবুজ ডটকম এর উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।