মোঃ মাহফুজ আলী
ইউনিক স্টুডেন্ট'স সোসাইটির" পক্ষ থেকে কালিনগর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গণিত, ইংরেজি এবং জিকে অলিম্পিয়াড অনুষ্ঠান হয়।
সংবর্ধনা আনুষ্ঠানে অংশগ্রহন করেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তারা হলো কালিনগর উচ্চ বিদ্যালয়,পাররামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, সুবাগ উচ্চ বিদ্যালয়, সুজন একাডেমি, পারকৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়, চাটাইডুবী উচ্চ বিদ্যালয়, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়।
আরো উপস্থিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইন্জিনিয়ার, নার্সিং এর ছাত্র-ছাত্রী।
"দিন বদললের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া।" শ্লোগানকে সামনে নিয়ে এবং "শিক্ষার আলো ছড়িয়ে আদর্শ নাগরিক গঠনের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা" করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কালিনগরের কিছু তরুণ মেধাবী শিক্ষার্থী দ্বারা পরিচালিত "ইউনিক স্টুডেন্ট'স সোসাইটি-র পক্ষ থেকে এইবছর এসএসসি এ+ ৫৪ জন ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জনকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও অলিম্পিয়াড পুরস্কার ও স্পষ্ট কুইজ এর আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সফিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা খাইরুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ ওয়ালিদ হাসান মাইনুল, নাটোর উপজেলার মৎস্য অফিসার মোঃ সাদ্দাম হোসেন,পারকৃষ্ণগোবিন্দপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল মেহেদী হাসান রেনু, চাটাইডুবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম ময়েজ, কালিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস উদ্দিন,কালিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ আওরঙ্গজেব, আলহাজ্ব আব্দুস সামাদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আকবর আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জাব্বার।