শুক্রবার, ২১শে অগ্রহায়ণ ১৪৩২, ৫ই ডিসেম্বর ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল


নাসিম আলী

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির একাংশ।

শুক্রবার ১৪ ই নভেম্বর সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার রহনপুরে এ মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে।

মনোনয়ন রিভিউ চাই, ধানের শীষে ভোট চাই, স্লোগানে মুখরিত হয় এই প্রতিবাদ মিছিল। মিছিল শেষে সাধারণ ভোটাররা এই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পরিবর্তন চেয়ে বিএনপির ঊর্ধ্বতন মহলে আবেদন জানান।

তারা বলেন, বিএনপির দুর্দিনে কখনো আমিনুল ইসলাম তাদের পাশে দাঁড়াননি, এমনকি মনোনয়ন পাওয়ার পরেও কোন নেতাকর্মীকে সে পাশে ডাকেনি। তারা দাবি করেন জেই নেতা কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিবেন বা দিয়ে আসছেন তাকেই মনোনীত করা হোক। এক্ষেত্রে তারা এ আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এমদাদুল হক এর মনোনয়নটা পুনঃ বিবেচনার দাবি জানিয়েছেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৩ ঘন্টা ১৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে নিউ রফিক অটো রাইস মিলের উদ্যোগে শীতার্তদের…