নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনা(ভূমি) সুলতানা রাজিয়া স্থানীয় সাংবাদিকবৃন্দ ।
স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন উপজেলার উন্নায়ন ও প্রশাসনিক কাজে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগীতা উপজেলার সার্বিক উন্নায়নমুলক কাজে অগ্রাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার।