ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিমের বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় উচ্ছসিত তিন উপজেলার নেতা-কর্মীরা।
গতবছর তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিএনপি'র দলীয় নির্দেশনা অমান্য করায় তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করেছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে গতকাল ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এনিয়ে নাচোল, গোমস্তাপুর, ভোলাহাটের নেতা-কর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। তার নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এবিষয়ে গোমস্তাপুর উপজেলা পরিষদ ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ আশরাফ হোসেন আলিম দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দলীয় নীতি নির্ধারণী ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। আগামিতে দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা মেনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হুমায়ন রেজাকে পরাজিত করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।