সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার স্টেশন মাছ ও মাংস বাজারের আধুনিকায়ন মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে এক আয়োজনের মাধ্যমে আধুনিকায়ন মার্কেটের শুভ উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। উদ্বোধন শেষে মার্কেট সংলগ্ন ড্রেনের নির্মাণ কাজের ও উদ্বোধন করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, শফিকুল ইসলাম মুন্না, কাউন্সিলর শেফালী বেগম, স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি ও ব্যবসায়ী নাজমুল হুদা খান রুবেল ও সাধারণ সম্পাদক তৌহিদুর জামান বাবু, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সহ মাছ সবজি ও মাছ বাজারের আড়তদার ও ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, এই মাছ ও মাংস বাজারের আধুনিকায়নের ফলে বেশ খুশি। বর্ষাকাল ছাড়াও অন্যান্য সময়েও সব সময় স্যাতস্যাঁতে হয়ে থাকতো বাজারটি যা আধুনিকায়নের ফলে স্বাচ্ছন্দে ক্রেতা বিক্রেতা উভয়ই কেনাবেচা করতে পারবেন।
উল্লেখ্য, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) আওতায় রহনপুর পৌরসভার ওই মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ৪১ হাজার ৮৮৩ টাকা।