মঙ্গলবার, ১৪ই শ্রাবণ ১৪৩২, ২৯শে জুলাই ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শেখ হাসিনা সরকার জনগণের সরকার - জিয়াউর রহমান, এমপি

ছবি: সংগৃহীত

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আহত,নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ত্রান তহবিল হতে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

গতকাল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গোমস্তাপুরের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বিকেল ৪টায় এই চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সভাপতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটি জিয়াউর রহমান। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মোড়ল প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন , সাম্প্রতিক সময়ে ছাত্রদের কোটা আন্দোলনকে পুঁজি করে দেশবিরোধী চক্র দুষ্কৃতিাকারী আগুন সন্ত্রাসীরা  রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে আগুনের তান্ডবলীলা চালিয়ে ছারখার করে দিয়েছে দেশের হাজার হাজার  কোটি টাকার সম্পদ। সেই তাণ্ডবলীলা থেকে রক্ষা পায়নি দুর্যোগ অধিদপ্তরের অফিসও । তারা কতটা নৃশংস নরপিশাচ যে, দেশের নাগরিক হয়েও দেশের সম্পদ কে নষ্ট করেছে, দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে কারণ এরা দেশের শত্রু। এরা কখনোই দেশের মঙ্গল চাইনা। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের কারণে সারাদেশের মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবন মানের উন্নয়ন ঘটাচ্ছে। সে মাধ্যমটিকে তারা অকেজো  করে দেওয়ার জন্য আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল। সরকারের আন্তরিকতার কারণে আজ তা সচল হয়েছে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করুন মন্দ কাজ থেকে এবং দেশ বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকুন। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে এর উন্নয়ন যারা চাই না তারাই দেশের এমন ক্ষতি করেছে। উন্নয়নমুখী সরকারকে উৎখাত করবার চেষ্টা করেছিল। এমন দুষ্কৃতিকারী, দেশদ্রোহী আগুন সন্ত্রাসীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সেই সাথে যারা জড়িত তাদেরকে আইনশৃংখলা বাহিনীর নিকট তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।  আমরা সংঘাত নয়- আমর চায় শান্তি। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম আপামর জনসাধারণের ভালোবাসার কারণে তাদের এমন অপচেষ্টা বারবার বিফলে যাই। যারা এমন তান্ডবলীলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনক্রমে এবার তারা আর ছাড় পাবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার জনগনের সরকার। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারা কখনো নিরাশ হবেন না। অনুষ্ঠানের সভাপতি তার বক্তৃতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের উদ্দেশ্যে বলেন, নিজেদের কখনো একা ভাববেন না  সরকার ও স্থানীয় প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে। যাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা নেই, দেশপ্রেম নেই  তাদের দ্বারাই সম্ভব এমন নৃশংস কার্যক্রম চালানো। এরা দেশ ও জনগণের শত্রু। আপনারা টেলিভিশনের পর্দায় ও খবরের কাগজে দেখেছেন দেশের কি পরিমানে ক্ষতি হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ সমাজের আশেপাশে এমন ধরনের লোক থাকলে তাদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। দেশের পাশে থাকবেন- সরকারের উন্নয়নের সঙ্গে থাকবেন। নিজ সন্তানের প্রতি খেয়াল রাখবেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা  তারেক-উজ- জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাঙাবারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, উপকার ভোগী পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

জুলাই 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২৩ / নওগাঁ জেলা

নওগাঁয় আম চুরি করতে গিয়ে দুই সাংবাদিক আটক!

১৮ই জুন ২০২৫ সকাল ১১:৫৫ / প্রযুক্তি

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

১৮ই জুন ২০২৫ সকাল ০৮:৩৯ / রাজনীতি

চাঁদাবাজি করতে গিয়ে ফের জনতার হাতে আটক যুবদল…

১৭ই জুন ২০২৫ রাত ১১:৪১ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এসি ল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের…