গোমস্তাপুর প্রতিনিধি
"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" প্রতিপাদ্য বিষয়কে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়। কর্মসূচির শুরুতে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রহনপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক কাউন্সিলর ও সমাজসেবী ইউসুফ আলি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন, ছাত্র সমন্বয়ক রাসেল আলী, রহনপুর মুক্ত মহাদলের সম্পাদক মফিজ আহমেদ নাদিম, প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মাননা স্মারক সহ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস কর্মচারীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়