মারুফ হোসেন
অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন চারিটি ব্লাড ইউনিটের ২০২৫ সালের কমেটি ঘোষণা করা হয়েছে।
আজ (২৪ জানুয়ারি) নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভায় এ কমেটি ঘোষণা করা হয়।
২০২১ সালে ১০ শে জুন স্বেচ্ছাসেবী সংগঠনটি চালু হয়। স্বেচ্ছাসেবী সংগঠনটি এখন পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ডা. মোঃ আব্দুস সামাদ, উপদেষ্টা মোঃ জামশেদ আলী ও মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনটির সভাপতি মোঃ ওয়ালিদ হাসান মাইনুল ও সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী কে করা হয়।
সংগঠনের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ রুবেল আলী, সহ-সভাপতি মোঃ রিজওয়ানুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সিয়াম আলী সহ-সভাপতি মোঃ সামিউল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন আলী,পরিচালক মারুফ হোসেন, সংগঠনিক সম্পাদক মোঃ মারুফ আলি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদ আলী, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মারুফ হাসান মতিন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিম হোসেন, অফিস সম্পাদক মোঃ আহাদ আলী, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলীম, সহ আইটি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান,ক্যাম্পিং বিষয়ক সম্পাদক মোঃ মিলন খান, সহ ক্যাম্পিং বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আহমাদুর রহমান সুজন,মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ অরিণ সিফা, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান, সহ প্রচার বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ দুরুল হোদা,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আউয়াল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা।
সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল বলেন, আমার উপর দেওয়া দায়িত্ব যেনো আমি যথাযথ ভাবে পালন করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।