নিউজ ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবারাহের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলের একটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। গতকাল শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া সংগঠনটির নাম ‘সাভ-৯’। সংগঠনটিকে ‘উগ্র গোষ্ঠী’ বলে অভিহিত করেছে আমেরিকা।
আমেরিকার অভিযোগ, ত্রাণবহনকারী গাড়িগুলো জর্ডান থেকে গাজার দিকে যাওয়ার পথে সাভ-৯ এর সদস্যরা বেশ কয়েকবার সড়ক অবরোধ করেছে। এমনকি ত্রাণবাহী ট্রাকগুলোর ওপর হামলার পাশপাশি আগুন ধরিয়ে দিয়েছে।
গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করছে। হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে না খেয়ে মারা যাচ্ছে। অবিলম্বি সেখানে মানবিক সহায়তা পাঠানো জরুরি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজার ত্রাণবাহী গাড়িগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণরূপেই ইসরায়েল সরকারের। এই অতি জরুরি সহায়তাকে ঘিরে কোনও ধরনের সহিংসতা বরদাস্ত করবে না আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘এই মুহূর্তে গাজায় মানবিক সহায়তা পাঠানো জরুরি। সেখানে মানবিক পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে।’
ম্যাথিউ মিলার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা গাজায় ত্রাণ সরবরাহ কাজে বাধা দেবে, তাদের জবাবদিহিতার আওতায় আনবে আমেরিকা।
গত ৮ মাস ধরে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া সীমান্ত বন্ধ করে দেওয়ায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য মৌলিক সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। দীর্ঘদিন ধরে এমন অচলাবস্থা থাকায় উপত্যকার উল্লেখযোগ্য অংশের মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির সম্মুখীন।