নিউজ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করে আসা প্রবাসীরা ফের বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে। দেশটির সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গাল্ফ নিউজ।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (আইসিপি) এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।
প্রতিবেদনে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের দুই মাসের সাধারণ ক্ষমা মঞ্জুর করা হয়েছে। রেসিডেন্স ভিসায় ছিল, কিন্তু বর্তমানে অবৈধ– এমন ব্যক্তিরা তাদের অবস্থা নিয়মিত (স্টেটাস অ্যাডজাস্ট) করতে পারবে। তারা চাইলে জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছেড়ে যেতে পারবে মর্মে সরকার অনুমতি দিয়েছে।
অর্থাৎ যারা পূর্বে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিল এবং বর্তমানে অবৈধ তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাস ‘স্পন্সর’ বা কোম্পানি খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন। অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই মিরাত ত্যাগ করতে পারবে।