নিউজ ডেস্ক
বেনাপোল বাজারের হাড়িহাটা রোডের রেললাইনের পাশের কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বেনাপোল বাজারের হাড়িহাটার পাশের রেললাইনের পাশের কালভার্টের নিচে কয়েকটি হাতবোমা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পরে সেখান থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করে পুলিশ। কে বা কারা ককটেলগুলো সেখানে রেখেছে, তদন্তের পর জানা যাবে। বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, ‘খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো ওখানে রেখেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’