নাসিম আলী
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাইক্রোবাসের ধাক্কায় সাংবাদিক ডলারের ডান পা ভেঙ্গে গেছে। সোমবার দুপুর ১টার দিকে নাচোল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.কামাল উদ্দীন জানান, সোমাবার ১ টার দিকে তিনি তার স্ত্রীর মাইক্রোতে করে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন এসময় নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার হাসপাতালের মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছিলো।ওইসময় হাসপাতালের সদ্য নিয়োগপ্রাপ্ত ড্রাইভার হোসেন আলী মাইক্রো বাসের ব্রেক চাপতে গিয়ে একসিলিলেটরে চাপ পড়ে হঠাৎ গাড়িটি জাম্প করে ডলারকে ধাক্কা দিলে তার ডান পা ভেঙ্গে যায়। ঘটনার পর পরই স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছুটেগিয়ে তাকে রামেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ডলার রামেক হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভতি রয়েছে।