বুধবার, ২৪শে বৈশাখ ১৪৩২, ৭ই মে ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শাওয়াল মাসের ৬ টি রোজা রাখার ফজীলত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

লেখক: মো: মামুনুর রহমান 
সহকারী শিক্ষক (আইসিটি) ও আইসিটি জেলা অ্যাম্বাসেডর, রাজশাহী 
গুল-গোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, 
গোদাগাড়ী, রাজশাহী


আমরা জানি, ১টি সৎকর্ম নেকি ১০ গুণ। আল্লাহ তায়ালা বলেন,"যে ব্যক্তি সৎকর্ম করবে তার জন্য আছে দশ গুণ পুরস্কার"(সুরা আন'আম ১৬০)।

শাওয়ালে সাওম সম্পর্কে রাসূল (ﷺ) বলেছেন"যে ব্যক্তি রমাযান মাসের সাওম রাখার পর শাওয়াল মাসে ছয়টি সাওম রাখলো, সে যেন সারা বছর সওম রাখলো"(আবু দাউদ ২৪৩৩)।

১টি সাওম ১০ দিন ধরা হয় তাহলে ৩টি সাওম ১ মাস ধরা হবে ৩০টি সাওম ১০ মাস ধরা হবে বাকি ২ মাসের জন্য শাওয়ালের ৬টি সাওম ধরা হবে।

একটি ভুল ধারনা যেঅনেকে শাওয়ালের ৬টি সাওমকে শাক্ষি সাওম বলে থাকেএটা একে বারেই ভুল ধারনা। শাক্ষি সাওম বলতে কিছু নেই।

সেহরীর ফজিলত

????রাসূল (ﷺ) বলেছেন"তোমরা সাহরী খাও কারণ সাহরীতে বরকত রয়েছে"(সহিহ বুখারী ১৯২৩) ।

###যে নিয়মে নফল সাওম রাখা আল্লাহ তায়ালা পছন্দ করেন:

১ম :

রাসূল (ﷺ) বলেছেন"আল্লাহ্‌র নিকট পছন্দনীয় সাওম হচ্ছে দাঊদ (আ:) এর সাওম। তিনি একদিন সাওম পালন করতেন এবং একদিন বাদ দিতেন"(সহিহ মুসলিম ২৬২৯) তাই উপরক্ত দাউদ (আ:) নিয়মে শাওয়ালের ৬টি সাওম রাখার চেষ্টা করুন এতে দাউদ (আ:) এর সুন্নতও পালন হবে।

২য় :

এই বিষয়ে শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন (রহ:) প্রশ্ন করা হয়:"শাওয়ালের ছয়টি সাওম পালন করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি কি?

তিনি বলেন, শাওয়ালের ছয়টি সাওম পালন করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হচ্ছেঈদের পর পরই উহা আদায় করা। এবং পরস্পর আদায় করা। বিদ্বানগণ এভাবেই বিষয়টি উল্লেখ করেছেন। কেননা এতে রামাযানের অনুসরণ বাস্তবায়ন হয়।

হাদীসে বলা হয়েছে" যে ব্যক্তি রামাযানের পরে পরে শাওয়ালের ছয়টি সাওম রাখে.."তাছাড়া এতে নেক কাজ সম্পাদনে তাড়াহুড়া করা হলো। যে ব্যাপারে প্রতিযোগিতা করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে।

এছাড়া এতে বান্দার দৃঢ়তার প্রমাণ রয়েছে, দৃঢ়তা মানুষের পরিপূর্ণতার লক্ষণ। সচেতন বান্দা সুযোগ হাতছাড়া করে না। কেননা মানুষ জানে না পরবর্তীতে কি তার জন্য অপেক্ষা করছে। অতএব, বান্দা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে চাইলে তাকে প্রতিটি নেক কর্মের দিকে দ্রুত অগ্রসর হতে হবে সুযোগের সৎ ব্যবহার করতে হবে।

প্রশ্ন ৩ :

যাদের রমযানের কাযা সাওম আছেতারা কোন সাওম আগে রাখবে শাওয়াল মাসের ৬টি সাওম নাকি রমযানের কাযা সাওম?

উত্তর-

উম্মাহতুল মুমিনীন আইশা (রা:) তিনি বলেন"আমি শাবান মাস ব্যতীত আমার রমযান মাসের কাযা সাওম আদায় করতে পারতাম না"(তিরমিজি ৭৮৩)।

তাহলে বুঝা গেলকারো যদি রযমানের কাযা সাওম থাকে, তাহলে এই কাযা সাওম সে সামনের বছর রযমানের আগের মাস শাবান পর্যন্ত (Delay) দেরি করতে পারবে।

কিন্ত এখানে একটি বুঝার বিষয় যে, রমযানের কাযা সাওম থাকতে শাওয়ালের ৬টি সাওম রাখার বিধান কি?

এই বিষয়ে শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন (রহ:) প্রশ্ন করা হয়"সিয়াম কাযা থাকলে শাওয়ালের ছয়টি সাওম রাখার বিধান কী?

তিনি বলেন,নবী (ﷺ) বলেন,"যে ব্যক্তি রামাযানের সাওম রাখার পর শাওয়াল মাসে ছয়টি সাওম রাখবে, সে সারা বছর সাওম রাখার প্রতিদান লাভ করবে"

কোনো মানুষের যদি সাওম কাযা থাকে আর সে শাওয়ালের ছয়টি সাওম রাখেসে কি রামাযানের পূর্বে সাওম রাখল না রামাযানের পর?

উদাহরণ:

জনৈক লোক রামাযানের ২৪টি সাওম রাখল বাকী রইল ছয়টি। এখন সে যদি কাযা সাওম আদায় না করেই শাওয়ালের ছয়টি সাওম রাখেতাকে কি বলা যাবে সে রামাযানের সাওম পূর্ণ করার পর শাওয়ালের ছয়টি সাওম রাখল? কেননা সে তো রামাযানের সাওম পূর্ণই করেনি। অতএব রামাযানের সাওম কাযা থাকলে শাওয়ালের ছয় সাওমের প্রতিদান তার জন্য প্রমাণিত হবে না।

অবশ্য আলিমদের মধ্যে মতবিরোধ রয়েছে যেকারো সাওম কাযা থাকলে তার জন্য নফল সাওম জায়েয কি না?কিন্তু আমাদের এ মাসআলাটি এ মতবিরোধের অন্তর্ভুক্ত নয়কেননা শাওয়ালের ছয়টি সাওম রামাযানের সাথে সম্পর্কিতযে ব্যক্তি রামাযানের সাওম পূর্ণ করেনি তার জন্য উক্ত ছয় সাওমের সাওয়াব সাব্যস্ত হবে না[ সমাপ্ত ]।

তাই আপনি যদি শাওয়ালের ৬টি সাওমের সাওয়াব পেতে চান, তাহলে আপনাকে আগে কাযা সাওম রাখতে হবে যদি আপনার রমযানের কাযা সাওম থাকেতারপর শাওয়ালের ৬টি সাওম রাখবেন।

প্রশ্ন ৪:

আমার জন্য কি শাউওয়ালের ছয় দিনের সাওম ও হায়েয জনিত কারণে রমযানে ভঙ্গ হওয়া দিনগুলোর কাযা এক নিয়্যাতে পালন করা জায়েয?

উত্তর

না, তা শুদ্ধ নয়। কারণ শাওয়ালের ছয় দিনের সিয়াম রমযানের ছুটে যাওয়া সিয়াম পুরোপুরি কাযা না করা পর্যন্ত শুরু হবে না।

তবে শাওয়ালের ছয় দিনের সিয়াম রমযানের সাথে সম্পৃক্ত এবং তা রমযানের কাযা আদায়ের পরেই হতে হবে। তাই যদি কেউ কাযা আদায়ের আগেই শাওয়ালের ৬ সিয়াম পালন করে তবে তাঁর সাওয়াব [ প্রতিদান ] হবে না।

কারণ নবী (ﷺ) বলেছেন ,"যে রমযানের সাওম পালন করল এরপর শাওয়ালের ছয় দিনের সাওম পালন করলসে যেন গোটা বছর সাওম রাখল"আর এটি জানা বিষয় যে"যার উপর রমযানের কাযা সাওম বাকী রয়েছেসে রমযান এর সাওম পালন করেছে বলে ধরা হবে নাযে পর্যন্ত না সে তাঁর কাযা সম্পন্ন করে"।

আল্লাহতায়ালা তাওফীক্বদাতা

হে আল্লাহ! আমাদের সঠিক ও সুস্থ ভাবে শাওয়ালে ৬টি সাওম রাখা তাওফীক্ব দান করুন।(আমিন)

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

মে 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

১৩ই মার্চ ২০২৫ দুপুর ০১:৫৩ / জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৭ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার…

৮ই মার্চ ২০২৫ বিকাল ০৫:২২ / স্বাস্থ্য

শিবগঞ্জে দুস্থরা পেলেন আলোর সীমান্তের খাদ্যসামগ্রী

৪ঠা মার্চ ২০২৫ বিকাল ০৫:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২১শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১:৫৮ / জাতীয়

প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লাহর খোলা চিঠি