নিউজ ডেস্ক
সৈকত দাস এখন মো. সৈকত ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির এই শিক্ষার্থী স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হলফনামার মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। তার আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈকত ইসলাম বলেন, ‘আমি স্বেচ্ছায় ও কোনো প্রকার চাপ ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দুই বছর আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম।
’পরিবারের বিষয়ে তিনি বলেন, ‘বাবা-মা মেনে নেবেন না, এটা স্বাভাবিক। তবে আমি চেষ্টা করবো তাঁদের বুঝিয়ে বলার। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো।
’সৈকতের সহপাঠীদের বরাতে জানা গেছে, তিনি শাহ আজিজুর রহমান হলে থাকেন এবং দীর্ঘদিন ধরেই নিয়মিত নামাজ ও রোজা পালন করে আসছেন।আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেন, ‘সৈকত একজন প্রজ্ঞাবান ও মেধাবী শিক্ষার্থী। তিনি বিগত ৮ বছর ধরে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন এবং ২ বছর ধরে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলছেন। আজ তিনি আইনগতভাবে হলফনামা দিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন।
’তিনি আরও বলেন, ‘সৈকত তাঁর পরিবারকে বিষয়টি জানিয়েছেন এবং মুসলিম হিসেবে বাবা-মায়ের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার করেছেন। আমি তাঁর শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার কাছে অনুরোধ করবো, যেন তাঁকে সদাচরণ করা হয়।’