মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নোঙর প্রতিকের প্রার্থী ও কর্মী সমর্থকদের ওপর আক্রমণ, হামলা, প্রাণ নাশের হুমকি, নির্বাচনী প্রচার অফিসে অগ্নিসংযোগ, বিষেদাগার,অশ্লীল ভাষা ব্যবহার, মানহানিকার বক্তব্য, প্রকাশ্যে হুমকি প্রদান,পোস্টার ফেসটুন ছিড়ে সরিয়ে ফেলা, প্রচারণায় বাঁধা প্রদান, নির্বাচনী পোলিং এজেন্ট ও নারী প্রচার কর্মীদের হুমকির প্রতিবাদে এবং ভোট গ্রহণ অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ ও লেভেল প্লেয়িং না হওয়ার শংকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নোঙর প্রতিকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।
বুধবার ৩ জানুয়ারী দুপুরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় লিখিত বক্তব্যে নোঙর প্রতিকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন বলেন, দেশের স্বার্থ,জনগণের স্বার্থ এই নীতিতে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরোপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর আমি বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করি এবং নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নোঙর প্রতিকের প্রচার-প্রচারনা চালিয়ে আসছি।
কিন্তু নৌকার প্রার্থী আব্দুল ওদুদ নির্বাচনি মাঠে আমার নোঙর প্রতীকের গণজোয়ার দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আমার বিভিন্ন কেন্দ্রের সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র ভাঙচুর, বৈধ ও অবৈধ অস্ত্র প্রদর্শন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন। তিনি আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী আব্দুল ওদুদ শহরের রামকৃষ্টপুর,শান্তিবাগ, মহারাজপুর,বারঘরিয়া,দেবীনগর,বালিয়াডাঙ্গা,চর অনুপনগর,আলাতুলি,সুন্দরপুর,শাহাজাহানপুর ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে নৌঙর প্রতিকের কর্মীদের প্রচার কাজে বাধা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। একের পর এক নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন। এসব কারনে উল্লিখিত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ-৩ নির্বাচনী আসনের অনেক স্থানে কর্মী- সমর্থকরা প্রচার-প্রচারণা বন্ধ করতে বাধ্য হয়েছে।
এছাড়াও নোঙর প্রতিকের প্রচারণায় জড়িত থাকায় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মোখলেসুর রহমান,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রহমান ইমন এর বাড়ি লক্ষ করে বুধবার রাত আনুমানিক ৩ টার দিকে ককটেল নিক্ষেপ করে ভয় ভিত্তি দেখিয়ে নির্বাচনের মাঠ হতে সরিয়ে দেওয়ার অপচেষ্ঠা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন তিনি।
নির্বাচন হতে আপনি সরে দাঁড়াবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আব্দুল মতিন জানান জেলা রির্টানিং অফিসার,পুলিশ সুপার এর কাছে অভিযোগ দেওয়া হয়েছে । আগামী ২৪ ঘন্টার মধ্যে সঠিক সমাধান না পেলে পরবর্তী নির্দেশনা গনমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান। নৌঙর প্রতিকের প্রার্থী আব্দুল মতিন প্রশাসন ও সাংবাদিকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থার আহবান জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাসুদুর রহমান,সদস্য সচিব তানভির হাসান সহ জেলার প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ্র।