সোমবার, ৯ই পৌষ ১৪৩১, ২৩শে ডিসেম্বর ২০২৪
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টিআইবি বিএনপির দালাল: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) ‘বিএনপির দালাল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের বক্তব্য একপেশে। একটা পক্ষের ওকালতি করে। সরকারের বিরুদ্ধে তারা যা খুশি বলে, এককথায় সরকারবিরোধী। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। গতকাল বুধবার ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং’ শীর্ষক সংবাদ সম্মেলন করে টিআইবি।

এতে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সেখানে সংস্থাটি বলেছে, এবারের নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। এ নির্বাচন দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচনের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। টিআইবি বলেছে, ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দেওয়া হলেও বেশির ভাগ আসনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না ২৪১টি আসনের ভোট।

আজ টিআইবির বক্তব্যের বিষয়েই প্রতিক্রিয়া জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব, এটা কিন্তু টিআইবির বক্তব্য। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিছু বিষয় আছে, যেটার আমরা জবাব দিই রাজনৈতিকভাবে, উত্তর দিই দেশের মানুষের পারসেপশন ভিন্ন খাতে যাতে না যায়, সে জন্য কথা বলি। রাজনৈতিকভাবে আমরা কথাবার্তা বলি। সবকিছু আইনগতভাবে হয় না, রাজনীতি অন্তত হয়।’ টিআইবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা একপেশে পক্ষপাতিত্ব করে, সেটা বলছি; সব ব্যাপারে কি মামলা ঠুকে দিতে হবে?’ ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা একটা রাজনৈতিক দল। আমাদের পার্টির এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিল, রাজনীতিতে রণকৌশল থাকবেই, আমরা একটা রণকৌশল অবলম্বন করেছি। ভেতরে দ্বন্দ্ব, অন্তঃকলহ—এগুলো আওয়ামী লীগে নতুন হচ্ছে, এমন নয়। সব রাজনৈতিক দলেরই এসব ব্যাপার সুখকর নয়। এটার সমাধান আবার সেই দলই করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘একাধারে ১৫ বছর আমরা ক্ষমতায়। এসবের মধ্যেই তো সবকিছু মোকাবিলা করা, এটাও আমাদের চলার পথে চ্যালেঞ্জ। এটা আমরা দলীয়ভাবে অবশ্যই মোকাবিলা করব। আমাদের নেতৃত্ব প্রধানমন্ত্রী, এই প্রশ্নে কোনো বিরোধ নেই। তাঁর নেতৃত্বে আমাদের পার্টি যত সমস্যায় থাকুক, আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ। আমাদের সুবিধাটা কিন্তু এখানেই। যেখানে আমাদের একজন নেতা আছেন, যার প্রশ্নে কোনো বিরোধ নেই।’ ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা বাস্তবমুখী সিদ্ধান্ত নেব, আমরা এই ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে এসব ব্যাপারে আমরা বাস্তবমুখী কর্মসূচি নেব। প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে কাজ করতে। প্রতিটি মন্ত্রণালয় আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করতে শুরু করেছি।’

বাংলাদেশে গণতন্ত্র অপরিহার্য কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় যাওয়া, ক্ষমতা থেকে সরে যাওয়া, এর পদ্ধতির নাম পলিটিকস। পলিটিকস কীভাবে পরিচালিত হবে, এর উত্তম ব্যবস্থা, বিশ্বস্বীকৃত গণতন্ত্র। কাজেই এর কোনো বিকল্প নেই।’ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীদের মধ্যে কোন্দলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দু-একজনের ভাষাটা আমাদের নেত্রীরও দৃষ্টিগোচর হয়েছে। তিনি প্রকাশ্যে কথাও বলেছেন। আমিও বলতে চাই, তাদের সঙ্গে মতবিরোধ মিটিয়ে ঐক্য গড়ে তোলা হবে। আমাদের দল নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? আমাদের দল তো এগিয়ে যাচ্ছে। একাধারে ১৫ বছর আমরা পাওয়ারে। আমরা সবকিছু মোকাবিলা করি, চলার পথে এটা আমাদের চ্যালেঞ্জ।

আমাদের নেতৃত্ব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা প্রশ্নে আমাদের কোনো দ্বিধা নেই, বিরোধ নেই। আওয়ামী লীগের সুবিধাটা ওখানেই।’ বিএনপির আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বর্তমান অবস্থা কবি জসিমউদ্দীনের কবর কবিতার মতো, “তার পরে এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি, সেই চলে গেছে ছাড়ি।”’ সংসদে কারা বিরোধী দল হচ্ছে, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে বিরোধিতা করবে, সেই তো বিরোধী দল। পার্লামেন্ট থাকলে অপজিশন থাকবে। অপজিশন সম্পর্কে জানতে সংসদ বসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করার কথাও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪১ / জাতীয়

জাতীয় পতাকা বুকে নিয়ে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম…

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২৫ / বিনোদন

দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে ওরা চারজন

১৬ই ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:১৪ / আন্তর্জাতিক

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক

১৫ই ডিসেম্বর ২০২৪ রাত ১০:২২ / জাতীয়

ইজতেমা ময়দানেই জোড় করার ঘোষণা সাদপন্থিদের

১২ই ডিসেম্বর ২০২৪ রাত ১১:০১ / জাতীয়

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা,

৫ই ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬ / বিনোদন

সাবেক স্বামীর বিমান ছিনতাই, মুখ খুললেন সিমলা

১৩ই নভেম্বর ২০২৪ রাত ১১:৩৫ / রাজশাহী জেলা

জ্ঞানের আলো এক্সপ্রেস ধাদাশ টু মহাকাশ যাএা শুরু