আব্দুল কাদির
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ইব্রাহিম হোসেন গণসংযোগ করেছেন। শনিবার বিকেলে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও বারিক বাজারে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে গণসংযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের দোয়া নিতে এসেছি। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি, বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবান আলী, সার্জেন্ট আলী, লিটিল আহমেদ, আক্কাশ আলী, দাইপুখুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আপন আলী ও শাহাবাজপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।