নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক ঘূর্ণিঝড়ের পরিস্থিতি মনিটর করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (২৭ মে) সকালে ধানমন্ডিতে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। এসময় তিনি এসব জানান।
সেতুমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় পরিস্থিতি অনুকূলে এলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। বলেন, দেশের কোনো দুর্যোগে বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না। বিএনপি বিরোধীদল হিসেবে রাজনীতিতে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। দাবি করেন, সাহায্যের নামে দলটি কেবল ফটোসেশন করে।