বুধবার, ৩রা বৈশাখ ১৪৩২, ১৬ই এপ্রিল ২০২৫
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ময়মনসিংহের পথে পথে বাবরকে সংবর্ধনা


নিউজ ডেস্ক

সদ্য কারামুক্ত বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ এলাকা নেত্রকোণা যাওয়ায় সময় পথে পথে সংবর্ধিত হয়েছেন। এ সময় আলেচিত এই নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করতে নির্মাণ করা হয় তার ছবি সম্বলিত তোরণ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলার ভালুকা, ত্রিশাল, সদর, তারাকান্দা ও গৌরীপুর উপজেলার বেশ কয়েকটি স্পটে এসব সংবর্ধনার আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে তোরণ নির্মাণ ও আনন্দ মিছিল করে লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা। এর আগে ভালুকা ও ত্রিশাল উপজেলার পর ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় মদন থানা বিএনপি এবং বাইপাস মোড় এলাকায় ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা লুৎফুজ্জামান বাবরকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সর্বশেষ গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী নেত্রকোণা সড়কে শুভেচ্ছা জানান সাবেক উপজেলা চেয়ারমান ও উত্তর জেলা বিএনপির সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রেখে কারাবন্দি বিএনপি নেতা রিয়াদুজ্জামানের কারামুক্তির বিষয়ে আইনি সহযোগিতার আশ্বাস দেন বাবর।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার বলেন, দল এবং দেশের জন্য লুৎফুজ্জামান বাবরের ত্যাগ আমাদের জন্য দৃষ্টান্ত এবং অনুকরণীয়। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো ভেঙে পড়েননি। কারামুক্ত হওয়ার পর প্রথমবার তিনি তার নিজ এলাকায় ফেরার খবরে পথে পথে বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তাকে বরণ করতে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত তোরণ।

দলীয় সূত্রে জানা যায়, বিকেলে লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা সদরে সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতেই তার নিজ বাড়ি নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের মদন উপজেলার ভাদেরা গ্রামে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে ২৪ ফেব্রুয়ারি খালিয়াজুরী উপজেলা এবং ২৫ ফেব্রুয়ারি মোহনগঞ্জ উপজেলায় জনসমাবেশে যোগ দেবেন। এছাড়াও ৩ দিনের এই সফরে তিনি নেত্রকোণা জেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

সূত্রটি আরও জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী আওয়ামী লীগ সরকারের ১০ ট্রাক অস্ত্রসহ অসংখ্য মামলায় দণ্ড দিয়ে লুৎফুজ্জামান বাবকে কারাগারে আটকে রাখে। অবশেষে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার চলতি বছরের ১৬ জানুয়ারি টানা ১৭ বছর কারাভোগ শেষে মুক্তি লাভ করেন।

সংসদ নির্বাচনী তথ্য সূত্রে জানা গেছে, মো. লুৎফুজ্জামান বাবর ৫ম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এরপর ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালে তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। তবে ওই বছরই ৭ম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। কিন্তু পরবর্তীতে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

এপ্রিল 2025

রবিসোমমঙ্গলবুধবৃহঃশুক্রশনি
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

১৩ই মার্চ ২০২৫ দুপুর ০১:৫৩ / জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

৮ই মার্চ ২০২৫ রাত ১১:১৭ / চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

চাঁপাইনবাবগঞ্জে সুজনের পৌর কমিটির পরিচিতি সভা ও ইফতার…

৮ই মার্চ ২০২৫ বিকাল ০৫:২২ / স্বাস্থ্য

শিবগঞ্জে দুস্থরা পেলেন আলোর সীমান্তের খাদ্যসামগ্রী

৪ঠা মার্চ ২০২৫ বিকাল ০৫:৫৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২১শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১:৫৮ / জাতীয়

প্রধান উপদেষ্টার প্রতি শায়খ আহমাদুল্লাহর খোলা চিঠি