মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে নকল ১৯ টি চাবি, একটি চোরাই মটরসাইকেলসহ একজন কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। আটকৃত ব্যক্তি হচ্ছেন রাজশাহীর রাজপাড়া থানার কেশবপুর নদীর ধারের কাউছার আলীর ছেলে মহব্বত আলী রয়েল (২৭)।
২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ আসগর আলীর এর নেতৃত্বে বিশেষ কায়দায় সদর মডেল থানাধীন সার্কিট হাউজ মেইন গেটের সামনে থেকে সোমবার বিকাল ৪ টায় বিশেষ কায়দায় তৈরি বিভিন্ন ব্রান্ডের মটরসাইকেলের ১৯ (উনিশ) টি নকল চাবি সহ রয়েল কে আটক করা হয়।
আটককৃত আসামির প্রদত্ত তথ্য ও দেখানো মতে রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬ ডিসেম্বর রাত্রী পনে ৩ টায় ১টি ১৫০ সিসি এ্যাপাচি মটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।