মোঃ জমশেদ আলী
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা গৌড় বাংলা আরো একটি বছর পার করে সামনের দিকে এগিয়ে গেল। ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পথচলা শুরু করে পত্রিকাটি। এক এক করে ৯টি বছর পার করে পদার্পণ করল ১০ বছরে।
এ উপলক্ষে বৃহস্পতিবার পত্রিকাটি ঘরোয়া পরিবেশে আলোচনা ও কেক কাটার আয়োজন করে। জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গৌড়া বাংলার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেনের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) মো. নূরুজ্জামান, বিশিষ্ট লেখক ও গবেষক জাহাঙ্গীর সেলিম, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফ, লেখক ও সাংস্কৃতি কর্মী শাহ নাওয়াজ গামা, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলাম লেখক শহীদুল হুদা অলক, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক জোনাব আলী, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও গবেষক ড. ইমদাদুল হক মামুন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলাম লেখক আজমল হোসেন মামুন, রহনপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও লেখক মমতাজ বেগম, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সাংবাদিক বদিউজ্জামান রাজাবাবু, গৌড় বাংলার নাচোল প্রতিনিধি মতিউর রহমান, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম ও জুনিয়র প্রশিক্ষণ অফিসার মোমেনা ফেরদৌস অরনীসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। বক্তারা গৌড় বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে কেক কাটেন অতিথিবৃন্দ।