কামাল সুকরানা
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার-২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাঃ মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিছুর রহমান, সহকারি কমিশনার (ভ‚মি) নাঈমা খাঁন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
আগামীতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় মেধার প্রয়োজন রয়েছে। মেয়েরা মেধাবী, তারা সোনার বাংলা বিনির্মাণ গড়ার কারিগর হবে। তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবকদের উচিত লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ না রেখে তাদের খেলাধূলাতেও আগ্রহী করে তুলতে হবে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।