চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
আমরাই প্রথম আমরাই সেরা, পথ চলার ২৬ বছর এ স্লোগানকে সামনে রেখে মেসার্স রুবেল থাই অ্যালুমিনিয়ামের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনার মোড় এলাকায় এ হালখাতা অনুষ্ঠিত হয়। রুবেল থাই অ্যালুমিনিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আব্বাস উদ্দিন রুবেলের সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. মাকছুদুর রহমান, ব্যাংক এশিয়া চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ একরাম হোসেন (এফভিপি), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ব্রাদার্স ফার্নিচার মার্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, ল্যাব-ওয়ান মেডিকেল সার্ভিস এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম ডলার, ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রমুখ।